রাজারহাটে ধানের পর এবার পাটের বাম্পার ফলনের সম্ভাবনা

রাজারহাটে ধানের পর এবার পাটের বাম্পার ফলনের সম্ভাবনা

।।রমেশ চন্দ্র সরকার।।

ক’দিন আগেও মাঠে দোল খাচ্ছিল সোনালী ধান। তখন কৃষক পরিবার গুলো মেতে উঠেছিল ধান কাটার মহাউৎসবে। ফলনও হয়েছিল বাম্পার। ধানের পর পাটের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দেওয়ায় কৃষকের মাঝে উচ্ছাস আর উচ্ছাস।

গত মৌসুমে পাটের ন‍্যায‍্যমূল‍্য পাওয়ায় কুড়িগ্রামের রাজারহাটে পাট চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। সোনালী আঁশ পাটের সু-দিন ফিরিয়ে আনতে সরকার নানা মুখি পদক্ষেপ গ্রহন করায় সুফল পেতে শুরু করেছে পাট চাষিরা। উপজেলার ৭টি ইউনিয়নের বোতলাপার, চাঁন্দামারী, নাফাডাঙ্গা, সরিষাবাড়ি, চতুরা, পাড়ামৌলা, গলাকাটা, দুধখাওয়া প্রভৃতি এলাকা সরেজমিনে দেখা যায় চাষিরা পাট কাটতে ব্যস্ত হয়ে পড়েছেন।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায় এবারে উপজেলায় ৬২০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হলেও আবাদ হয়েছে ৪২০ হেক্টর জমিতে। সাধারনত এই এলাকায় জে,আর,ও ৫২৪ এবং ৪৯৮৯৭ , দেশীয় তোসা-৮, রবি-১ জাতের পাট ছাড়াও স্থানীয় জাতের পাট ও চাষ করা হয়।উপজেলার কয়েকজন পাট চাষি আমিনুর, মকবুল হোসেন,আফজাল হোসেন, আলতাফ হোসেন, জছিজল হক এদের সাথে কথা বলে জানা যায় কেউ আলু তোলার পরে,আবার কেউ গম কাটার পরে সেই জমিতে পাট লাগিয়েছেন। আবহাওয়া ভালো থাকায় এবার ফলন ভালো হবে বলে তারা আশাবাদি।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আকতার জানান,আমাদের দেশে উদ্ভাবিত রবি- ১ জাতের পাটের ফলন বেশি হওয়ায় কৃষকদের মাঝে আগ্রহ দিন দিন বাড়ছে। আগামীতে পাট চাষে কৃষকদের আগ্রহী করে তোলার ব্যাপারে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *