রাজারহাটের বিশিষ্ট সমাজ সেবক জহির উদ্দিন আহমেদ আর নেই

।।রফিকুল ইসলাম।।
রাজারহাটে মুক্তিযুদ্ধের সংগঠক, রাজারহাট ইউনিয়নের একাধিকবারের সাবেক সফল চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী রাজারহাট বিনির্মানের অন্যতম সদস্য আলহাজ্ব জহির উদ্দিন আহমেদ (৮৮) আর নেই (ইন্না…লিল্লা… রাজেউন)।
৮ জুলাই সকাল ১১.৪০ মিনিটে তিনি উপজেলা সদরের মেকুরটারীস্থ নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদক, উপজেলা জাতীয় পার্টি, প্রেসক্লাব রাজারহাটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
মরহুমের নামাজে জানাজা ৮ জুলাই বিকেল ৫.৩০ মিনিটে হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে দালালীপাড়া কবর স্থানে দাফন করা হবে।