রাজারহাটে ছাত্রলীগের উদ্যোগে করোনা টিকার ফ্রি রেজিষ্ট্রেশন ক্যাম্পের উদ্বোধন

।।রফিকুল ইসলাম।।
রাজারহাটে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সমবায় বাজার চত্বরে স্বেচ্ছাশ্রমে করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মো: আক্তারুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুস ছালামের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সুমন কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, উপজেলা সদর বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক, প্রেসক্লাবের সভাপতি এস এ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক গোলাম সরওয়ার বাবলু, সা: সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চয়ন, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য জাহানুর আলম সোহেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ এন্তাজুলসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২ ঘটিকা পর্যন্ত করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন কার্যাক্রম চলবে।