ক্যান্সারের কাছে হার মানলেন মেধাবী ছাত্রী রিমু

।। মোঃ এনামুল হক।।
ক্যান্সারের কাছে হার মানলেন সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের মেধাবী ছাত্রী রিমু আক্তার। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ( ৬ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
জানা গেছে, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের মানবিক বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। সর্বশেষ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি।বিষয়টি নিশ্চিত করে রিমু আক্তার এর চাচা হাফিজুর রহমান বলেন, আজ বিকেলে তিনি ইন্তেকাল করেন। তাদের গ্রামের বাড়ি রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামে।
এ বিষয়ে জানতে চাইলে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম বলেন, ‘ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি।