রাজারহাটে গণটিকাদান কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন

রাজারহাটে গণটিকাদান কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন

রফিকুল ইসলাম :

রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে ২১টি বুথে ৪২০০ জনসাধারণকে বিনামূল্যে কোভিড-১৯ এর ভ্যাকসিন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।৭ আগস্ট উপজেলার চাকিরপশার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।

অপরদিকে, সকালে বিদ্যানন্দ ইউপির রতিগ্রাম দ্বিমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি।

এদিকে দুপুরে সদর ইউপির তালতলা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে টিকা কার্যক্রম পরিদর্শন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, রাজারহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুনুর মো: আক্তারুজ্জামান, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, প্রেসক্লাবের সভাপতি এসএ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবলীগ নেতা মাজেদুর রহমান মন্ডল বুলনসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *