রাজারহাটে ৪৬তম জাতীয় শোক দিবস পালিত

রাজারহাটে ৪৬তম জাতীয় শোক দিবস পালিত

।।রফিকুল ইসলাম।।
রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, জাতির জনকের ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, এতিমখানায় বিশেষ খাবারের ব্যবস্থাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর থেকে গাছের চারা, সবজি বীজ ও চেক বিতরণ করা হয়।
সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের ম্যূরালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রাজারহাট থানা, মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, রাজারহাট হাসপাতাল, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, সাব-রেজিস্ট্রার অফিস, দলিল লেখক, প্রেসক্লাব রাজারহাট, সাপ্তাহিক রাজারহাট খবর সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পুষ্পমাল্য অর্পণ করা হয়। ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি। এদিকে, উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহের উদ্দিন ধনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো: আক্তারুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- ইউএনও নূরে তাসনিম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম মোল্লা, এসিল্যান্ড আকলিমা বেগম, ওসি মো: রাজু সরকার, ছাত্রলীগের আহ্বায়ক আব্দুস ছালাম প্রমুখ।

অপরদিকে, রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে বঙ্গবন্ধু গ্যালারি’র কাজ পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, ইউএনও নূরে তাসনিম ও ওসি মো: রাজু সরকার।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা, উপাধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল চাঁদ, প্রেসক্লাবের সভাপতি এস এ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুমন কুমার রায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *