রাজারহাটে ভাঙ্গন কবলিত ৪৯৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রাজারহাটে ভাঙ্গন কবলিত ৪৯৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

। । রফিকুল ইসলাম। ।

রাজারহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিস্তা ও ধরলা নদী ভাঙ্গন কবলিত ৪৯৫ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে ৩৫০ পরিবার, ছিনাই ইউনিয়নে ১২২ পরিবার ও বিদ্যান্দন ইউনিয়নে ২৩ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সজীবুল করিম, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু, রবীন্দ্রনাথ কর্মকার, মো: তাইজুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল, মশুর ডাল ১ কেজি, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম বোতলজাত সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি আটাসহ শুকনো খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *