রাজারহাটে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত

।।নিউজ ডেস্ক।।
রাজারহাটে বিনামূল্যে পাচঁ শতাধিক নারী-পুরুষ ও কিশোর-কিশোরীদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলার সন্নিকটে খুলিয়াতারী ফোরকানিয়া মাদরাসা প্রাঙ্গণে আলোর প্রদীপ সংগঠনের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে গ্রুপ নির্ণয়ের জন্য রক্তের নমুনা সংগ্রহ ও মাস্ক বিতরন করা হয়েছে।
এ রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে ছিলেন, আলোর প্রদীপ সংগঠনের সভাপতি তাপস কুমার,সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজন,প্রচার ও প্রচারনা সম্পাদক বাইজিদ আহমেদ ও সংগঠনটির অন্যতম সংগঠক জি টিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক আল্লামা ইকবাল অনিকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
তথ্য ও ছবি: এনামুল হক ।