রাজারহাটে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে নানা কর্মসূচী পালিত

রাজারহাটে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে নানা কর্মসূচী পালিত

।। রফিকুল ইসলাম।।
রাজারহাটে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও নূরে তাসনিম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইয়াছমিন বেগমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলার ৭টি ইউনিয়নে ৭টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ১০,৫০০ জন মানুষকে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান করার কথা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল। অপরদিকে, উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বৃক্ষরোপণ শেষে বেলা ২ ঘটিকায় প্রেসক্লাব রাজারহাট কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহের উদ্দিন ধনী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো: আক্তারুজ্জামানসহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এদিকে, রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের আয়োজনে কলেজ চত্বরে বৃক্ষরোপণ শেষে অধ্যক্ষের কার্যালয়ে কেক কাটা হয়। উক্ত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সফিকুল ইসলাম রানা’র সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল চাঁদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহের উদ্দিন ধনী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো: আক্তারুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ কলেজের শিক্ষকবৃন্দ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
সকাল ১১ ঘটিকায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুমন কুমার রায়ের নেতৃত্বে কলেজ চত্বর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল শেষে কলেজ চত্বরে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণে অংশ নেন ছাত্রলীগ নেতা জাহানুর আলম সোহেল, বেলাল হোসেন, শরিফ, ডেভিড প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *