রাজারহাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

রাজারহাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
।।রফিকুল ইলাম।।
রাজারহাট উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত এবং আরডিআরএস বাংলাদেশ-এর অংশগ্রহনে জাতীয় কন্যা শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ৩০ সেপ্টেম্বর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে সফল ৩ নারী উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, অতিরিক্ত কৃষি অফিসার হৈমন্তী রানী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন বেগমসহ রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৪ প্রতিযোগিকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম। মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রাণী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন বেগম, অতিরিক্ত কৃষি অফিসার হৈমন্তী রানী, প্রেসক্লাবের সভাপতি এস এ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আরডিআরএস বাংলাদেশ বিবিএফজি প্রকল্পের রাজারহাট উপজেলার সমন্বয়ক মো: মোসলেম উদ্দিন প্রমূখ।