রাজারহাটে কোভিড-১৯ মোকাবেলায় শিক্ষার্থীদের জন্য সুরক্ষা সামগ্রী বিতরণ

।।রফিকুল ইসলাম।।
রাজারহাট উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোভিড-১৯ মোকাবেলায় সুরক্ষা সামগ্রী ইনফ্রারেড থার্মোমিটার, মাস্ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড নিয়ন্ত্রণ কক্ষে ফ্যান বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু’র পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ-উজ-জামান, সদর ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক, ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।