শেখ রাসেল দিবস -২০২১ এ বিভাগীয় পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তৃতীয় রাজারহাটের নন্দিতা রায়

।। নিউজ ডেস্ক ।।
শখ থেকে শুরু হওয়া আঁকাআঁকি দিয়ে মুগ্ধতা ছড়াচ্ছে অষ্টম শ্রেণিতে পড়ুয়া নন্দিতা নামের এক কিশোরী। এখন বড় চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন দেখছে সে।নন্দিতা রায় রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

বাবা আর্টের শিক্ষক হওয়ায় ছোটবেলা থেকেই বাবার আর্ট করা দেখে শিখেছে সে।আঁকাআকির প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তার। বাবার আর্ট দেখে নিজে নিজে আয়ত্ত করেছে। বিভিন্ন পশুপাখি,প্রাকৃতিক দৃশ্য ও বিখ্যাতদের ছবি আঁকতেই তার বেশি ভালো লাগে।

সে জানায়,এই কাজে তার মা তাকে বেশি সাপোর্ট করেন।সে ছোট বেলা থেকেই আর্ট বিষয় পরীক্ষায় প্রথম হয়েছে।সে স্কুল পর্যায় থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে পুরস্কার পেয়েছেন। এবার শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকীতে বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান দখল করেন।তার এই অর্জনে তার মা-বাবা সহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা খুশি হয়েছেন। তারা এই কাজে উৎসাহ দিয়েছেন তাকে।ইচ্ছা আছে একজন বড় আর্টিস্ট হওয়ার।
//নিউজ/রাজারহাট//স্বপন/অক্টোবর/১৯/২১