রাজারহাটে সুফলভোগীদের আয়বর্ধনমূলক কর্মকান্ড চিহ্নিতকরনের লক্ষে ফার্মার্স ফিল্ড স্কুল প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজারহাটে সুফলভোগীদের আয়বর্ধনমূলক কর্মকান্ড চিহ্নিতকরনের লক্ষে ফার্মার্স ফিল্ড স্কুল প্রশিক্ষণ অনুষ্ঠিত

।।নিউজ ডেস্ক।।
রাজারহাটে সৌরশক্তি নির্ভর সেচ পদ্ধতি ও এর বহুমুখী ব্যবহারের মাধ্যমে দ্বি-স্তর কৃষি প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক প্রায়োগিক গবেষণা প্রকল্পের ফার্মার্স ফিল্ড স্কুল প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার আয়োজনে এবং সুন্দরগ্রাম সোলার উপ-প্রকল্প রাজারহাট ব্যবসায়ী উন্নয়ন সমবায় সমিতির বাস্তবায়নে, রাজারহাট সদর ইউনিয়নের সুন্দরগ্রাম পুটিকাটা গ্রামে সুফলভোগীদের আয়বর্ধনমূলক কর্মকান্ড চিহ্নিতকরনের উপর ২দিন ব্যাপি প্রশিক্ষণ শেষে গত বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
প্রেসক্লাব রাজারহাট ও প্রকল্পের সভাপতি সেকেন্দার আলী বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) পরিচালক (প্রশিক্ষণ) মোঃ ফেরদৌস হোসেন খাঁন, রাজারহাট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. জোবায়দুল কবির, মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুল আলম, রাজারহাট ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, একাডেমীর উপ-পরিচালক মোঃ তানবিরুল ইসলাম ও আসাদুজ্জামন, প্রেসক্লাব সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, প্রকল্পের সম্পাদক রবীন্দ্র নাথ রায় ও সদস্য জিয়াউর রহমান । অনুষ্ঠানটি সঞ্চালন করেন কর্মসূচি সংগঠক আব্দুল আলিম।প্রশিক্ষণে ৮০জন সুফলভোগী পুরুষ ও মহিলাগণ অংশ গ্রহন করেন।

//নিউজ/রাজারহাট//সেকেন্দার আলী বাবলু/অক্টোবর/ ৩০ /২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *