রাজারহাটে জাতীয় যুব দিবস ২০২১ পালিত

।।নিউজ ডেস্ক।।
“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজারহাটে জাতীয় যুব দিবস ২০২১ পালিত হয়। ১ নভেম্বর সোমবার দিবসটি উপলক্ষে র্যালি-আলোচনা সভা, চেক-সনদ ও ৪ সফল উদ্যোক্তা যুবককে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি। ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মো: জোবাইদুল কবীর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহের উদ্দিন ধনী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উদ্যোক্তা শাহাজালাল মিয়া, আত্মকর্মী মো: জাহাঙ্গীর আলম প্রমূখ।
//নিউজ/রাজারহাট//রফিকুল ইসলাম/নভেম্বর/০১/২১