রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের প্যাকেজ শীতবস্ত্র বিতরণ

রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের প্যাকেজ শীতবস্ত্র বিতরণ

।।নিউজ ডেস্ক।।
রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যোগে উপজেলার ৬ টি ইউনিয়নের ২০০০ দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র পরিবার প্যাকেজ বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারের মাঝে ২টি কম্বল, ২টি শাল চাদর ও ১টি শিশুর সোয়েটার। ইসলামিক রিলিফ বাংলাদেশ অফিস চত্বরে ৩দিন ব্যাপি এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের ১৩ জানুয়ারী বৃহস্পতিবার ছিল সমাপনী দিন। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি এস এ বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। একসাথে এতগুলো শীতবস্ত্র হাতে পেয়ে খুশি হন খিতাবখাঁ গ্রামের পারুল বেওয়া ও পুটিকাটা গ্রামের মনেজা বেওয়া। তারা বলেন, “এতগুলা কাপড় এক সাথে কোন দিন পাং নাই, মোর আর ২ বছর কোন ঠান্ডার কাপড় নাগবাইর নয় বাহে! দিনা গ্রামের মমেনা বেওয়া আল্লাহর কাছে দোয়াও করেন।


প্রকল্প ব্যবস্থাপক (ইইপি) মনির হোসেনের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার আব্দুল হাই আরিফ, শাহাজাদা মোহাম্মদ শরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

//নিউজ/রাজারহাট//রফিকুল ইসলাম/জানুয়ারী / ১৩ /২২