রাজারহাট হাসপাতাল পরিদর্শন করলেন নবাগত সিভিল সার্জন

রাজারহাট হাসপাতাল পরিদর্শন করলেন নবাগত সিভিল সার্জন

।।নিউজ ডেস্ক।।
৫০ শয্যা বিশিষ্ট রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুড়িগ্রামের নবাগত সিভিল সার্জন ডা: মঞ্জুর এ মুর্শেদ। এ সময় তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল। গতকাল সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন নবাগত সিভিল সার্জন ডা: মঞ্জুর এ মুর্শেদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা: নুরনবী আনসারী, শিশু কনসালটেন্ট ডা: উম্মে কুলসুম বিউটি, নার্সিং সুপারভাইজার নওয়াজ সেলিনা, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের পক্ষে সুদর্শন রায় প্রমূখ। রাজারহাট হাসপাতালের কার্যক্রম দেখে নবাগত সিভিল সার্জন সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলার ৯ উপজেলার মধ্যে করোনা ভ্যাকসিনে ব্যাপক সফলতার কথা ব্যক্ত করে তিনি উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পরে নবাগত সিভিল সার্জন চাকিরপশার ইউপির পাঠকপাড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে যান।

//নিউজ/রাজারহাট//রফিকুল ইসলাম/জানুয়ারী / ১৯ /২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *