রাজারহাটে ৪৫ বোতল ফেনসিডিলসহ আটক-১

।।নিউজ ডেস্ক।।
রাজারহাট থানা পুলিশ মাদক ব্যবসায়ী এক মহিলাকে ৪৫ বোতল ফেনসিডিলসহ আটক করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমার (আবাসন) এলাকায় মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিম (৫৫) ও তার স্ত্রী মোছাঃ ময়না বেগম দীর্ঘদিন ধরে ফেনসিডিল এর ব্যবসা করে আসছিল।
সোমবার ( ৭ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওসি রাজু সরকার এর নেতৃত্বে এস আই মোঃ তছির উদ্দিন ও এএসআই নাসিরুল ইসলাম (সঞ্জিব)সহ একদল পুলিশ মোঃ ইব্রাহিম (৫৫) এর বাড়িতে অভিযান চালিয়ে রান্না ঘরের খড়ির গোলার মধ্যে একটি বস্তায় ৪৫ বোতল ফেনসিডিলসহ মোছাঃ ময়না বেগম (৪০) কে আটক করে। ওই সময় তার স্বামী মোঃ ইব্রাহিম (৫৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ওসি রাজু সরকার বলেন, আটককৃত মহিলার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার সকালে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।