রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত

রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত

।।নিউজ ডেস্ক।।

রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রথম প্রত্যুষে উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।

পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসমূহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জাতীয় পার্টি, বাসদ, সাব রেজিস্ট্রার অফিস, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাকিরপশার ইউনিয়ন পরিষদ, দলিল লেখক সমিতি, প্রেসক্লাব রাজারহাট সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৮টায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ-আনসার ও ভিডিপি সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, ইউএনও নূরে তাসনিম ও অফিসার ইনচার্জ মো: রাজু সরকার। দুপুরে উপজেলা প্রশাসন বনাম বীর মুক্তিযোদ্ধাগণের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় একই ভেন্যুতে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। এদিকে দুপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দীর্ঘদিন পর রাজারহাট উপজেলা আওয়ামীলীগের নতুন কার্যালয়ের উদ্বোধন শেষে উক্ত কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহের উদ্দিন ধনীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম মোল্লা, যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল চাঁদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড: মাহবুবুল খন্দকার বিপ্লব, সম্পাদক মন্ডলীর সদস্য সহ: অধ্যাপক হবিবুর রহমান হবি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চাকিরপশার ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো: আব্দুস ছালাম। শেষে স্বাধীনতার যুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের স্মরণে দোয়া মাহ্্ফিল অনুষ্ঠিত হয়।

//নিউজ/রাজারহাট//রফিকুল ইসলাম/ মার্চ /২৬ /২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *