রাজারহাটে নতুন ঘর পেল ৭০ টি পরিবার

রাজারহাটে নতুন ঘর পেল ৭০ টি পরিবার

।।নিউজ ডেস্ক।।

২৬ এপ্রিল মঙ্গলবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে ১৫০টির মধ্যে ১ম ধাপে ৭০ টি গৃহহীন পরিবারকে নতুন ঘর, দুই শতাংশ জমির দলিল ও ঈদের উপহার সামগ্রী প্রদান করা হয়। সারাদেশে একযোগে নতুন ঘর প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর পরই রাজারহাট উপজেলা পরিষদের হলরুমে ৭০ টি গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে নতুন ঘরের চাবি-দলিল ও ঈদ সামগ্রী সুবিধাভোগী পরিবারগুলোর হাতে তুলে দেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন ইউএনও নূরে তাসনিম, এসিল্যান্ড আকলিমা বেগম, ওসি মো: রাজু সরকার, ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহের উদ্দিন ধনী, সাধারণ সম্পাদক আবুনুর মো: আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি চাষী আব্দুস ছালাম মাষ্টার, ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক, সহ: অধ্যাপক সাদেকুল হক নূরু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। সুবিধাভোগীরা নতুন ঘর ও ঈদ সামগ্রী হাতে পেয়ে তাদের চোখে-মুখে হাসি ফুটে উঠেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

//নিউজ/রাজারহাট//রফিকুল ইসলাম/ এপ্রিল/২৬/২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *