সেমিফাইনালে চাকিরপশার ইউনিয়ন

।। নিউজ ডেস্ক ।।
বুধবার(১১ মে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭/২০২২ এর নকআউট পর্বে বিদ্যানন্দ ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চাকিরপশার ইউনিয়ন।
রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উত্তেজনাপূর্ণ এ ম্যাচে প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে শেষ মুহুর্তে এসে শরীফুলের বাড়িয়ে দেওয়া বলে সুদীপ অসাধারণ একটি গোল করে চাকিরপশার ইউনিয়নকে লিড এনে দেয়।শেষ পর্যন্ত বিদ্যানন্দ ইউনিয়ন এর সমতায় ফেরা হয়নি।
আগামীকাল বিকাল ৩:০০ টায় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে উমরমজিদ ও ছিনাই ইউনিয়ন মুখোমুখি হবে।
দ্বিতীয় সেমিফাইনালে আগামী শুক্রবার চাকিরপশার ইউনিয়ন ও রাজারহাট ইউনিয়ন এর মোকাবিলা করবে।
সেমিতে বিজয়ী দুটি দল ১৪ মে/২২ শনিবার বিকাল ৩:০০টায় ফাইনাল যুদ্ধে শিরোপার লড়াইয়ে অবতীর্ণ হবে।
//নিউজ/রাজারহাট//আসাদুজ্জামান এইম রতন/ মে/১১/২২