রাজারহাটে দৈনিক যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

।। নিউজ ডেস্ক ।।
রাজারহাটে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে র্যালী, আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার (৬জুন) দুপুর ২টায় কলেজ চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম নারিকেল ও আম গাছের চারা রোপন করার মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে কলেজ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অধ্যক্ষের কার্যালয়ে পত্রিকাটির জন্মদিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এসএ বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম রানা, উপাধ্যক্ষ মোঃ সাজেদুর রহমান মন্ডল চাঁদ, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি আমিনুল ইসলাম ও আলতাফ হোসেন সরকার, প্রভাষক মোঃএনামূল হক, দৈনিক যায়যায়দিন পত্রিকার রাজারহাট প্রতিনিধি প্রহলাদ মন্ডল সৈকত, প্রেসক্লাব রাজারহাটের সাংগঠনিক সম্পাদক মোঃজাহাঙ্গীর আলম, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ তৌহিদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক সুমন কুমার রায়, যায়যায়দিন ফেন্ডস ফোরাম রাজারহাটের সভাপতি মোঃ সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাহানুর আলম সোহেল, আসাদুজ্জামান রতন প্রমূখ।
এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, ছাত্রলীগের নেতা-কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
//নিউজ/রাজারহাট//প্রহলাদ মন্ডল সৈকত/ জুন/০৬/২২