রাজারহাটে কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

রাজারহাটে কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

।। নিউজ ডেস্ক।।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় রাজারহাট উপজেলা কৃষি বিভাগের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।

১৪ নভেম্বর উপজেলা কৃষি বিভাগ চত্বরে সরিষা বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও নূরে তাসনিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু ও উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আকতার প্রমূখ।

উল্লেখ্য, রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে রবি প্রণোদনা ২০২২-২৩ অর্থবছরে অত্র উপজেলায় ১৮৯৫ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে বিতরণ করা হয়।

অত্র উপজেলায় মোট ৩২৮০ জন কৃষককে রবি প্রণোদনার আওতায় আনা হয়েছে। এর মধ্যে ৭০০ জন গম, ভুট্টা ৩৩০ জন, সূর্য্যমূখী ৫৫ জন, পিঁয়াজ ২০ জন, চিনা বাদাম ৫০ জন, মুগ ডাল ৫০ জন, মসুর ডাল ৩০ জন ও খেসারী ডাল ১৫০ জনকে তালিকাভুক্ত করার কথা জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আকতার। পর্যায়ক্রমে এসব কৃষকদের মাঝে বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হবে।

(রফিকুল ইসলাম)