কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১৯

কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১৯

মোছাঃ নুসরাত জাহান :
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’, স্লোগান সামনে রেখে শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে ১৭ তম বারের মত দেশব্যাপী গণিত উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।
প্রথমে ৬৪ জেলায় বাছাই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। বাছাইপর্বের বিজয়ীদের নিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে ১২টি শহরে অনুষ্ঠিত হবে আঞ্চলিক পর্ব। তারপর আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে মার্চে ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় উৎসব। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে গণিত অলিম্পিয়াড।

এরই ধারাবাহিকতায় আজ কুড়িগ্রাম সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল জেলা পর্যায়ের বাছাই পর্ব।১০-০১-১৯ সকাল ১০ টায় প্রোগ্রাম শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টার আগে থেকেই প্রতিযোগী এবং অবিভাবক গণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং উৎসব মুখোর পরিবেশেই সম্পন্ন হয় এ আয়োজন। অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ছিল প্রথমআলো বন্ধুসভা কুড়িগ্রাম।