রাজারহাট হানাদার মুক্ত দিবস পালিত

রাজারহাট হানাদার মুক্ত দিবস পালিত

।। রফিকুল ইসলাম।।

কুড়িগ্রামের রাজারহাট হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

বুধবার(৬ডিসেম্বর) সকাল ১০টায় রাজারহাট উপজেলা প্রশাসন আয়োজিত যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ঠাটমারী বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পূস্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা সন্তান কমান্ড ও প্রেসক্লাব রাজারহাট।

এর পর উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রজব আলী, ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সোলায়মান আলী ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।

পরে শহীদদের স্বরণে এক মিনিট নীরবতা পালন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, রক্তক্ষয়ী যুদ্ধের দীর্ঘপথ পাড়ি দিয়ে বীর মুক্তিযোদ্ধারা বিগ্রেডিয়ার যোশীর নেতৃত্বাধীন ভারতীয় সেনাবাহিনীর ৬ষ্ঠ মাউন্টেড ডিভিশনের সহযোগীতায় পাকবাহিনীর উপর পাল্টা আক্রমন চালিয়ে ৬ ডিসেম্বর রাজারহাট হানাদার মুক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *