কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ৫ জন

কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ৫ জন

রংপুরে ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে জেলার কাউনিয়া জংশনে ট্রেনের ইঞ্জিন ঘোরোনোর সময়কালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা যায়।

রেল সূত্রে জানা যায়, সান্তাহার থেকে পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন কাউনিয়া জংশনে ইঞ্জিন (লোকোমোটিভ) ঘুরাতে গিয়ে আরেকটি ট্রেনের দুইটি বগিতে সজোরে ধাক্কা দেয়। এতে বগি দুইটি দুমড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পাঁচজন মারা যান।

ঘটনায় আহত ১৫ জনকে প্রথমে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

কাউনিয়া জংশনের স্টেশন মাস্টার আবদুর রশীদ জানান, জংশনে একটি ট্রেন আসার পর এটির ইঞ্জিন ঘুরাচ্ছিলেন চালক। এ সময় ওই ইঞ্জিনের ব্রেকফেল হয়ে একটি বগিকে সজোরে ধাক্কা দেয়।

তিনি জানান, এতে ওই বগিটি আরেকটি বগির ওপর উঠে যায়। এ সময় ওই বগিতে অনেক যাত্রী ছিলেন।

সুত্র:শেয়ার বিজ