উদ্বোধনের অপেক্ষায় থাকা কুড়িগ্রাম এক্সপ্রেসের বিস্তারিত

উদ্বোধনের অপেক্ষায় থাকা কুড়িগ্রাম এক্সপ্রেসের বিস্তারিত

।। নিউজ ডেস্ক ।।
চালু হতে যাচ্ছে ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটের নতুন ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস (আপ ৭৯৭/ডাউন ৭৯৮)। আগামী ১৬ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনটির উদ্বোধনের কথা রয়েছে।

৭৯৭ কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে রাত ৮ টা ৪৫ মিনিটে আর কুড়িগ্রাম পৌঁছাবে ভোর ৬ টা ২০ মিনিটে। ৭৯৮ কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম থেকে ছাড়বে সকাল ৭ টা ২০ মিনিটে আর ঢাকা পৌঁছাবে বিকাল ৫ টা ২৫ মিনিটে।

উভয় পথে বিরতি দিবে বিমানবন্দর, মাধবনগর, সান্তাহার, জয়পুরহাট, পার্বতীপুর, বদরগঞ্জ ও রংপুর। পানি নেওয়া, ক্লিনিং ও ওয়াশিং হবে ঢাকায়। সাপ্তাহিক বন্ধের দিন বুধবার।

ভাড়ার তালিকাঃ

শোভন চেয়ার : ৫১০ টাকা।
এসি চেয়ার : ৯৭২ টাকা (ভ্যাটসহ)।
এসি সিট : ১১৬৮ টাকা (ভ্যাট সহ)।
এসি বার্থ : ১৮০৪ (ভ্যাট+বেডিং চার্জসহ)।

রেক কম্পোজিশনঃ

এই ট্রেনের লোড হবে ১৪/২৮।
৮টি শোভন চেয়ার কারে সিট থাকবে ৬০টি করে।
২টি এসি চেয়ার কারে সিট থাকবে ৫৫টি করে।
২টি গার্ডব্রেকে সিট থাকবে ১৫টি করে।
১টি পাওয়ার কার।

১টি এসি কেবিনে আসন থাকবে দিনে অর্থাৎ ডাউনে ৩৩টি আর রাত্রে অর্থাৎ আপে ১৮টি। আপ ৭৯৭ এ আসন থাকবে ৬৩৬টি আর ডাউন ৭৯৮ এ আসন থাকবে ৬৫৩টি।

সূত্রঃ রেল মন্ত্রণালয়