রাজারহাটে শিক্ষক দম্পতির মেধাবী সন্তান তাসিন এর কৃতিত্ব

রাজারহাটে শিক্ষক দম্পতির মেধাবী সন্তান তাসিন এর কৃতিত্ব

রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক দম্পতির মেধাবী সন্তান তাহমিদ হাসান তাসিন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।জেএসসি পরীক্ষায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় থেকে দিনাজপুর বোর্ডের আওতায় এই কৃতিত্বের স্বাক্ষর রেখেছে তাসিন।
হাঁড়িডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালের প্রধান শিক্ষক রাজারহাট মেকুরটারী গ্রামের মোঃ আব্দুর রহমান ও শিক্ষিকা মা আনোয়ারা বেগম এর দুই সন্তানের মধ্যে একমাত্র ছেলে তাসিন।
জানা যায়, পরীক্ষার ঠিক কিছুদিন আগে তাসিন অসুস্থ ছিলো। কিন্তু সবকিছু জয় করে তাসিন নিয়মিত লেখাপড়া চালিয়ে গিয়েছিলো, তার পিতা মাতা তাকে উৎসাহ ও সাহস দিয়েছে। কৃতজ্ঞতা আল্লাহ পাকের নিকট ও সবার কাছে দোয়া চেয়েছেন তাসিন এর মা।
তাসিন জানায়, সামনের সকল পরীক্ষায় ভালো করে ডাক্তার হওয়ার ইচ্ছে তার।