রাজারহাটে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় অনুষ্ঠিত হলো স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন

রাজারহাটে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় অনুষ্ঠিত হলো স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন

রমেশ চন্দ্র সরকার :

আজকের প্রজন্ম আগামীর ভবিষ্যৎ। শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা প্রদর্শন শেখানোর ব্রতী নিয়ে রাজারহাটে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন- ২০২০।

২৩ ফেব্রুয়ারি (রবিবার ) রাজারহাট উপজেলার ১২৩টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়। নির্বাচন সকাল ০৯টায় শুরু হয়ে বেলা ০১টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে।

নির্বাচনে শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ বিষয়ে গত ৪ ফেব্রুয়ারি ( মঙ্গলবার ) প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্র জারির মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করে।তফসিল মোতাবেক উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পূর্ণ হলো।

কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রতিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিশ চন্দ্র সরকার জানান তার বিদ্যালয়ে প্রায় ৯০% শিক্ষার্থী নির্বাচনে ভোট প্রদান করে। তিনি আরো জানান নির্বাচনে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার ও পুলিং এজেন্টের দায়িত্ব শিক্ষার্থীরাই পালন করে।