রাজারহাটে “জেন্ডার ইক্যুইটি মুভমেন্ট ইন স্কুলস” প্রজেক্টের চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজারহাটে “জেন্ডার ইক্যুইটি মুভমেন্ট ইন স্কুলস” প্রজেক্টের  চার দিনব্যাপী  প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের রাজারহাটে “জেন্ডার ইক্যুইটি মুভমেন্ট ইন স্কুলস” প্রজেক্টের চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি)উপজেলা সম্মেলন কক্ষে সকাল ১০.০০ উপজেলার ২৫ জন মাধ্যমিক শিক্ষকদের কে নিয়ে এই প্রশিক্ষণ শুরু হয়।
জানা যায়, আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে।
কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো: শামছুল আলম জানান, খুব শ্রীঘই আর ও ১০ টি ব্যাচ এ প্রশিক্ষণ আয়োজন করা হবে।
এ সময় উপস্হিত ছিলেন,রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ-উজ-জামান,ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু প্রমুখ।

প্রশিক্ষণে জেন্ডার, বয়:সন্ধিকাল, মাদক, এইডস, সহিংসতা, বাল্যবিবাহ, প্রজনন সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষকরা ধারণা পাবেন এবং সেগুলো খোলামেলাভাবে শিক্ষার্থীদের সাথে আলোচনা করবেন।