বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ রাজনীতিবীদ ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহ আলম খন্দকারের জীবনাবসান

বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ রাজনীতিবীদ ও বীর মুক্তিযোদ্ধা  অধ্যাপক  শাহ আলম খন্দকারের জীবনাবসান

মো: এনামুল হক:
কুড়িগ্রামের রাজারহাটে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,নাজিমখান ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, নাজিমখান উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য,কুড়িগ্রাম সরকারি কলেজ ও কারমাইকেল কলেজ,রংপুর এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক অধ্যাপক শাহ আলম খন্দকার(৮৫) আর নেই।

সোমবার ( ১৫ জুন) উপজেলার নাজিমখান ইউনিয়নের মিয়াপাড়া মনিডাকুয়ায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি মহান মুক্তিযুদ্ধের সময় নাজিমখান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নাজিমখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। উচ্চ শিক্ষিত হওয়ার পরেও শুধুমাত্র এলাকায় শিক্ষা বিস্তারের জন্য নাজিমখানের মতন নিভৃত এলাকায় ফিরেছিলেন। তাঁর হাত ধরেই নাজিমখান হাই স্কুলের গোড়াপত্তন।

মঙ্গলবার( ১৬ জুন) সকাল ১০.৩০ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের মাধ্যমে শায়িত করা হয় মুক্তিযুদ্ধের এই অকুতোভয় বীর সেনানীকে। তিনি মৃত্যুকালে স্ত্রী,তিন পুত্র, তিন কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান ।