উপজেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিয়ে হ্রাসকল্পে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় সভা

উপজেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিয়ে হ্রাসকল্পে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় সভা

।।রফিকুল ইসলাম।।
কোভিড-১৯ মহামারি শুরুর পর থেকে রাজারহাট উপজেলায় বাল্যবিয়ের প্রকোপ বেড়ে যাওয়ার ফলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও আরডিআরএস বাংলাদেশ (বিবিএফজি) প্রকল্পের আওতায় বাল্যবিয়ে হ্রাসকল্পে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে গত ২০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রতিটি ইউনিয়নে উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটি ও ইউনিয়ন বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্যগণ, শিক্ষক, চ্যাম্পিয়ন ফাদার, কাজী, ইমাম-পুরোহিত, সংশ্লিষ্ট এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় গণমাধ্যমের নেতৃবৃন্দ এতে অংশ নেন। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সভাপতি নূরে তাসনিম বলেন, কোভিড-১৯ শুরুর পর দীর্ঘ প্রায় ১৮ মাস শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে এ বাল্যবিয়ের প্রকোপ বেড়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার পর প্রতিষ্ঠান প্রধানদের নিকট জানতে পেরেছি, উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার সময় গোপনে বেশ কিছু শিক্ষার্থীর বাল্যবিয়ে হয়েছে।
এ খবর জানার পর কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম মহোদয়ের নির্দেশে দ্রুত রাজারহাট উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটি উদ্যোগ গ্রহন পূর্বক সকল ইউনিয়ন পরিষদে বাল্যবিবাহ নিরোধ কমিটির সঙ্গে বাল্যবিবাহ হ্রাসকল্পে মতবিনিময় সভার আয়োজন করা হয়। গত ২৩ সেপ্টেম্বর উপজেলার ছিনাই ইউনিয়ন পরিষদের আয়োজনে মতবিনিময় সভার মধ্যে দিয়ে ইউনিয়ন পর্যায়ের সভা শেষ হয়।
এ মতবিনিময় সভাগুলোতে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, ইউএনও নূরে তাসনিম, ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, রাজারহাট থানার ওসি মো: রাজু সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রাণী, প্রেসক্লাবের সভাপতি এসএ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আরডিআরএস বিবিএফজি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা রেজওয়ান সাতিল, বিবিএফজি প্রকল্পের উপজেলা সমন্বয়ক মো: মোসলেম উদ্দিন প্রমূখ। উল্লেখ্য মতবিনিময় সভাগুলোতে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ পাওয়া গেছে। যা পরবর্তীতে বাল্যবিবাহ প্রতিরোধে কাজে লাগবে। এদিকে রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্ব স্ব ইউপি চেয়ারম্যানগণ এতে সভাপতিত্ব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *