টিম- তারুণ্যর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

টিম- তারুণ্যর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজারহাট প্রতিনিধি:

রাজারহাটে মহামারী কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর প্রার্দূরভাব শুরুর দিকে যখন বেড়েই চলছিল, টিম-তারুণ্য উদ্যোগ নিয়েছিল নিম্নবৃত্ত মানুষদের জন্য কিছু করার, তার তাগিদ থেকে তারা প্রায় ২০০ পরিবারে মাঝে খাদ্য সহায়তা প্রদান করতে সক্ষম হয়।

এরই ধারা বাহিকতায় টিম-তারুণ্য এবার করোনা পরবর্তী স্বাস্থ্যব্যবস্থা এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের জন্য করোনা আপডেট কুড়িগ্রাম এর সহযোগিতায় টিম-তারুণ্য এবং অপ্রতিরোধ্য কুড়িগ্রাম এই উদ্যোগে শুক্রবার (২৮ আগস্ট) নাককাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে । এতে প্রায় ৩০০ গরীব ,অসহায় এবং অসুস্থ মানুষের মাঝে ফ্রি চিকিৎস্য সেবা , মাস্ক এবং ওষুধ বিতরণ করা হয়েছে ।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ৩ জন অভিজ্ঞ চিকিৎসক ডা. পলাশ চন্দ্র (প্রাক্তন মেডিকেল অফিসার,গণস্বাস্থ্য নগর হাসপাতাল ঢাকা ), ডাঃ দেবজিত বকশি (মেডিকেল অফিসার- ইউনিসেফ, কুড়িগ্রাম সদর হাসপাতাল , ডাঃ অমিত সরকার (এম বি বি এস) উপস্থিত থেকে জনগণের চিকিৎসা সেবা দিয়েছেন।

এছাড়াও তারা করোনা কালে ফ্রন্ট লাইনে থেকে জনগণের স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন ।