রাজারহাটে ২১ যুবকের এখন দুঃস্বপ্ন

রাজারহাটে ২১ যুবকের এখন দুঃস্বপ্ন

রফিকুল ইসলাম, ২৬.০৮.২০১৭
কুড়িগ্রামের রাজারহাটে তরী মৎস্যজীবি সমবায় সমিতি লি. এর ২১ যুবকের মাঝে এখন দুঃস্বপ্ন বিরাজ করছে। গত ১২ আগস্ট দিবাগত রাতে ধরলা নদীর বাঁধ ভেঙ্গে স্মরণকালের ভয়াবহ বন্যায় ছিনাই ইউনিয়নের পূর্ব দেবত্তর এলাকার সরকারি লিজ নেয়া জলাশয়সহ সংলগ্ন মালিকানাধীন দু’টি পুকুরের পাড় ভেঙ্গে প্রায় কোটি টাকার মাছ ভেসে গেছে। তরী মৎস্যজীবি সময় সমিতি লি. যার রেজিঃ নং-৮৮, রাজারহাট, কুড়িগ্রাম এর আওতায় অত্র এলাকার ২১ যুবক মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে বিগত ৪ বছর ধরে মাছের চাষ করে আসছিল। ওই মৎস্যজীবি সমবায়টি মাছ চাষে বেশ সফলতা পাওয়ায় সরকারি বুড়িদহ সাতবোন জলাশয় সংলগ্ন প্রায় ২০ একর আরও দু’টি মালিকানা পুকুর লিজ নিয়ে তারা এ বছর আরও ব্যাপকভাবে মাছের চাষ করে। তরী মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি শাহ্ মো. মোস্তাফিজার রহমান (রিজু) বলেন, এ বছর সমবায় সমিতির ২১ জনের মুলধনসহ দু’টি এনজিও টিএমএসএস রাজারহাট শাখা এবং আশা সংস্থা কাঁঠালবাড়ী শাখা হতে প্রায় ৬ লাখ টাকা ঋণ নিয়ে মোট ৩৫ একর জমিতে ব্যাপক মাছের চাষ করি। ভাগ্যের কি নির্মম পরিহাস সবকিছু তছনছ করে আমাদের ২১ জনের পরিবারকে সর্বশান্ত করে দিলো বন্যা। দুঃশ্চিন্তায় এখন আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এ বিষয়ে রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুন্নবী মিঠু বলেন, তরী মৎস্যজীবি সংগঠনটি একটি সম্ভাবনাময়ী মৎস্য চাষী, তাদেরকে বিভিন্নধরণের প্রশিক্ষণ দেয়া হয়েছে। আকস্মিক বন্যায় অপুরনীয় ক্ষতি হয়েছে। উপজেলা মৎস্য অফিসে আবেদন করেছে, আমরা উপজেলা জলাশয় কমিটির পক্ষ থেকে ওই পুকুরে ৪০০ কেজি মাছের পোনা ওই জলাশয়ে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *