বিজয়

বিজয়

মো:আব্দুর রশিদ (কবি ও লেখক)

‘বিজয়’ তুমি আসবে বলে-
তারামন বিবির সর্বস্ব খোয়ানোশরীর
ধূসর আসমান দেখে-
ও পাড়ার হারাধন চির পঙ্গুত্ব বরণ করলো
কবিবাজারের আবুল ডাক্তার ফিরে এলো না
হালিমা বেওয়ার কপাল ভাঙল।

‘বিজয়’ তুমি আসবে বলে
মধ্যিরাত্রিতে কামানের চিৎকারে রাজপথ রক্তাক্ত হলো
নিভৃত পল্লীর রাখান সলিম উদ্দীনের বড় আদরের
গরুর পাল নিয়ে গেল হায়েনাদের ক্যাম্পে।
গ্রামের পর গ্রাম ভস্মিভূত হয়ে ছারখার হলো,
সন্তান সম্ভাব্য রাহেলা ভাবির-
দস্যুদের নির্যাতনে পেটের ধন হারাল।

বিজয়’ তুমি আসবে বলে
নবান্নের উৎসবে ভাটা
পৌষের পিঠা তেলাপোকায় শুকে
ঈদের মাঠে কান্নার রোল
দূ্র্গাপূজায় বাজে না ঢোল।

অবশেষে ‘বিজয়’ তুমি এলে
বঙ্গবন্ধুকে রাখলে জেলে
সাড়ে সাত কোটি জনতা
সামিল হলো বঙ্গবন্ধুর সোনার বাংলায়
সেই থেকে উচ্চারিত হলো
“আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *