“”মানবতা””

“”মানবতা””

– আব্দুর রশিদ (কবি ও লেখক)
আলো আধারিতে কবিতার ছন্দপতন
ঢাকা শহরের ইটের শক্ত গাঁথুনিতে
মানুষের মানবতা অতিশয় কৃপণ।
অসুস্থ, বেকার, পঙ্গু, ভিখারীর হাত
এসি গাড়িতে থাকা লোকেরা নাক ছিটকায়
অথচ ঐসব ভদ্রলোকেরা কোনো একদিন
এদেশের সবুজ জমিনের কৃষকের জাত ছিলো।
ওরা আশ্রয়হীন ফুটপাতে,প্লাটফর্মে
কিংবা বিশাল ২২তলা ভবনের নিচে
মানুষগুলো দূর-দূর করে তাড়ায়।
তোমরা শিক্ষা নাও এদেশের রাষ্ট্রজননীর কাছে
কিভাবে লক্ষ-লক্ষ রোহিঙ্গা কে
বুকে জড়িয়ে আশ্রয় দিয়েছে।
যারা মানবতার মূল্য দেয় না
ওদের বাসস্থান
পৃথিবী নামক গ্রহে
কখনোই হতে পারে না।
হে মহান বিধাতা ! তুমি মোদের
শক্তি দাও
ধৈর্য্য দাও
তাকওয়া দাও।
যারা মেকি সেজে সার্কাসের
বানরের মতো লাফায়
তারা হতে পারে ধনবান
ওরা বড়লোক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *