উত্তরবঙ্গ উন্নয়ন থেকে পিছিয়ে থাকবে নাঃ বাণিজ্যমন্ত্রী

উত্তরবঙ্গ উন্নয়ন থেকে পিছিয়ে থাকবে নাঃ বাণিজ্যমন্ত্রী

Rajarhatbd.com

সাখায়োয়াত স্বপনঃ
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতায় আগামী ২০৩০ সালে ২৮তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। ২০৫০ সালে ২৩তম অর্থনীতির দেশ হবে। এ উন্নয়নের ধারাবাহিকতা রংপুরসহ পুরো উত্তরবঙ্গে থাকবে। সেজন্য উত্তরবঙ্গে বিশেষ ইকোনমিক জোন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

গতকাল বৃহম্পতিবার রাজধানীর হোটেল একাত্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

‘উত্তরবঙ্গে বিনিয়োগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা। সমিতির সভাপতি মহসীনুল করিম লেবুর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমুখ।

সাবেক বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বলেন, উত্তরবঙ্গের প্রধান সমস্যা হল যোগাযোগ। এই সমস্যা সমাধানে আমাদের রেল যোগাযোগ বাড়াতে হবে। একইসঙ্গে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে শিল্পনীতিতে বিশেষ সুবিধা রাখতে হবে। ব্যাংকগুলোকে শিল্পকারখানা স্থাপনে কম সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান বলেন, আগে শিল্পায়ন লাভের পথ তৈরি করতে হবে। গ্যাস না থাকলে গ্যাসের মূল্যে সরকারের কাছ থেকে বিদ্যুৎ নিতে হবে। তবেই উন্নয়ন হবে বলে মনে করেন তিনি।

By Ulipur.com on January , 2018 ব্যবসা ও অর্থনীতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *