কুড়িগ্রামের মেয়েরা হারিয়ে দিয়েছে রাজশাহীকে

কুড়িগ্রামের মেয়েরা হারিয়ে দিয়েছে রাজশাহীকে

Rajarhatbd.com
মাঈদুল ইসলামঃ
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৭ – এর বিভাগীয় নকআউট পর্যায়ে রংপুর বিভাগের পক্ষে রাজশাহী বিভাগকে ৩-১ গোলে পরাজিত করেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাঁশজানী প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে ফুটবলাররা।

মঙ্গলবার (২০ মার্চ ২০১৮) দুপুর ২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টের আয়োজন করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। রংপুর বিভাগের হয়ে মাঠে নামে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাঁশজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা। অপরদিকে রাজশাহী বিভাগের হয়ে মাঠে নামে গোদাগাড়ী উপজেলার সোনাদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা।

রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার প্রায় ৩০০-৪০০ দর্শক মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি গোলাম মোস্তফা, কুড়িগ্রাম ডিএফএ’র প্রেসিডেন্ট মানস কুমার (ধলু), কুড়িগ্রাম সমিতি, ঢাকা’র মহাসচিব সাইদুল আবেদীন ডলার, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান তালুকদার, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম রঞ্জু, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয় নারী হ্যান্ডবল, ফুটবল, কাবাডি দলের কিংবদন্তী খেলোয়াড় রেহানা পারভীন, ঢাকা বিশ্বদ্যালয়ের সহকারী অধ্যাপক এনামুল হক লিপু, সোঁনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার শামীম, কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদ ঢাকা’র সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক নোমি নোমান, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীবৃন্দসহ অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আসাদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মো. ফেরদৌস খান, দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।