২০১৭ সালের জেডিসি বৃত্তি ফলাফলে রাজারহাট ফাজিল মাদ্রাসা এগিয়ে

২০১৭ সালের জেডিসি বৃত্তি ফলাফলে রাজারহাট ফাজিল মাদ্রাসা এগিয়ে

Rajarhatbd.com
মোহাম্মদ আলী মন্ডল (এটম):
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ সালে জেডিসি ( জুনিয়র দাখিল সার্টিফিকেট) বৃত্তি ফলাফল ১৮/০৩/২০১৮ খ্রি: তারিখে প্রকাশ করেছে।
রাজারহাট মাদ্রাসা কেন্দ্রে ( কেন্দ্র কোড ৩৭৮) ১০ জন ট্যালেন্টপুল ও ২১ জন ছাত্র সাধারন বৃত্তি পেয়ছে।
রাজারহাট ফাজিল মাদ্রাসার ১০ জন,৪ জন ট্যালেন্টপুল ও ৬ জন সাধারন, সরিষাবাড়ি মাদ্রাসার ১ জন ট্যালেন্টপুল, মনিডাকুয়া মহিসুন্নাহ দা: মা: ৩ জন ট্যালেন্টপুল, পান্থাপাড়া আ: আ: ম: দা: মা: ২ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারন, চাকিরপশার ই: দা: মা: ৩ জন সাধারন, পূর্ব বালাকান্দি ই: দা: মা: ৩ জন সাধারন, সিঙ্গার ডাবড়ী হাট দা: মা: ২ জন সাধারন, রাজমাল্লিরহাট তালুয়াপাড়া হামিদীয়া আ: মা: ৪ জন সাধারন, সুখদেব ফাজিল মা: ১ জন সাধারন এবং চান্দামারী ফাজিল মাদ্রাসার ১ জন সাধারন বৃত্তি পেয়ছে। উক্ত ফলাফলে রাজারহাট ফাজিল মাদ্রাসা অনেক এগিয়ে।
রাজারহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হক্কানী ফলাফলে অনেক সন্তুষ্ট প্রকাশ করেছেন।