রাজারহাট ফাজিল ডিগ্রী মাদরাসায় দশম শ্রেণীতে অধ্যায়নরত, মনীষা বাঁচতে চায়

রাজারহাট ফাজিল ডিগ্রী মাদরাসায় দশম শ্রেণীতে অধ্যায়নরত, মনীষা বাঁচতে চায়

Rajarhatbd.com
আসাদুজ্জামান এইম রতন,
সহ সম্পাদক,রাজারহাট বিডি ডট কম,
(২১ এপ্রিল ২০১৮):
মোছা : মনীষা আক্তার
পিতা : মোহম্মদ আলী
গ্রাম : খুলিয়াতারি,
পোস্ট : রাজারহাট।
থানা : রাজারহাট
জেলা : কুড়িগ্রাম
বয়স : ১৫
জন্মগতভাবে হার্টের জটিল রোগে ভুগছে। তিন বছর আগেই মারাত্মক অসুস্হ হয়ে পড়ে মনীষা। নৈশ প্রহরী গরীব বাবা ডাক্তারের শরনাপন্ন হলে ডাক্তার যত দ্রুত সম্ভব ওপেন হার্ট সার্জারীর পরামর্শ দেন। যেখানে দুবেলা খাবারের জন্য সংগ্রাম করতে হয় প্রতিদিন, সেই অবস্হায় অসহায় বাবার জন্য এই চিকিৎসার ব্যায় নির্বাহ ছিলো সপ্নের মত। সাধ আর সাধ্যের এই গোলক ধাঁধাঁয় প্রায়ই বিনা চিকিৎসা নিয়ে তিন বছর শরীরের এই মারাত্মক জটিলতা কে বন্ধু করে নিয়ে বয়ে বেরিয়েছেন।
কিন্তু মানব রোগ যে বন্ধু হতে পারেনা।
গত ১ লা এপ্রিল মারাত্মক অসুস্হ হয়ে পড়লে ডাক্তাররা তাকে দ্রুত ওপেন হার্ট সার্জারির তাগাদা দেন। নাহলে বাঁচানো যাবেনা নিষ্পাপ মনীষাকে। জটিল এই অপারেশনটি করবার জন্য তাকে যেতে হবে ভারতে। অসুখটি জটিল আকার ধারন করেছে। তিন বছর আগে করলে হয়তো বাংলাদেশেই সম্ভব ছিলো।
যার জন্য প্রয়োজন ৫ লক্ষ টাকা।
পরিমানটি অনেকেরই কাছে নিতান্তই কম। কিন্তু মনীষাদের কাছে সেটি পর্বতসম। মনীষার বাবা মা দুজনেই অসুস্হ। কিন্তু সন্তানের জন্য শেষ সম্বল ভিটেটুকুও বেচে দিতে চান তারা। কিন্তু বাস্তবতা যে ভিন্ন কিইবা মুল্য পাবেন ঐ জমির।
তাই অসহায়, চরম বাস্তবতার মুখোমুখী দাড়ানো এই পরিবার সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন সমাজের বিত্তবান, সুহৃদ, মানবপ্রেমী মানুষদের কাছ থেকে।
মানুষ মানুষের জন্য, জীবন জাবনের জন্য। যুগে যুগে
মানুষের বিপদে, সংকটে আর্তের সেবায় এই মানুষরাই এগিয়ে এসেছে বাচিয়ে তুলেছে হাজারো মনীষাকে।
আমরা কি পারিনা সন্তানতুল্য, বোনের মতো এই ছোটো মনীষাকে সুন্দর এই পৃথীবিতে বাচিয়ে রাখতে, বুক ভরে নিশ্বাস নিতে!!!
প্রয়োজনে :
০১৭৭৪২২০৭০৪ ( মনীষার পিতা )
০১৭৪৪৬৫৭৭৪৯ ( বিকাশ নাম্বার)