রাজারহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান

রাজারহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান

Rajarhatbd.com
বিশেষ প্রতিনিধি,
কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রাজারহাট ফাজিল (ডিগ্রী) মাদরাসা, মাধ্যমিক পর্যায়ে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় ও কারিগরি পর্যায়ে সিঙ্গারডাবড়ীহাট স্কুল এন্ড কলেজ নির্বাচিত হয়েছে।

বুধবার ১৬ মে অফিসার্স ক্লাবে ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, ইউএনও মুহঃ রাশেদুল হক প্রধান , সাবেক উপজেলা চেয়ারম্যান আবুনুর মোঃ আক্তারুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফ-উজ-জামান নির্বাচিতদের মাঝে পুরষ্কার হিসেবে ক্রেস্ট প্রদান করেন।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ লতিফ মোল্লা, সরকারবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সরকার এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে ভোকেশনাল পর্যায়ে আদর্শ বিএল উচ্চ বিদ্যালয়ের অসীম কুমার রায় , বিদ্যালয় পর্যায়ে হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়ের দেবচরণ রায় ও মাদরাসা পর্যায়ে আঃ সোবহান চাকিরপশার ইসলামিয়া দাখিল মাদরাসার । এদিকে ১৪টি ক্যাটাগরিতে ৪০জন নির্বাচিত শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়।