মাদক ব্যবসায়ীদের মাঝে আতংক

মাদক ব্যবসায়ীদের মাঝে আতংক

Rajarhatbd.com
নিউজ ডেস্ক:
‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ শীর্ষক কার্যক্রমে দিশেহারা হয়ে পড়েছেন মাদক ব্যবসায়ীরা।

জঙ্গি-সন্ত্রাসীদের মতো মাদক ব্যবসায়ীদের নির্মূল করা হবে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন ঘোষণার পর এরই মধ্যে বিভিন্ন জেলায় গত ৪ ঠা মে থেকে শুরু হওয়া অভিযান ও বন্দুক যুদ্ধে ১৬ জন মারা গেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, জিরো টলারেন্স নীতি নিয়ে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, কাউকে ছাড় দেওয়া হবে না। অন্যদিকে র‌্যাবের ডিজি বলেছেন, মাদকের শিকড়-বাকড় তুলে নিয়ে আসব। ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের মত এ অভিযান চলছে কি না তা স্পষ্ট হতে দিন কয়েক সময় লাগবে তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আমাদের ভবিষ্যত মেধাকে রক্ষা করতে মাদক দমন করতেই হবে। মাদকের বিরুদ্ধে পুলিশ-র‌্যাব সর্বত্র অভিযান পরিচালনা করছে এবং এটা সব সময় চলবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এই অভিযান শুরু হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে। এই অভিযানের স্লোগান হচ্ছে চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই যুদ্ধে জনগণেরই জয় হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী এ জন্য যার যার অবস্থান থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে বলেছেন।