রাজারহাটে আলিম পরীক্ষায় পাসের হার ৯০.৮৭%

রাজারহাটে আলিম পরীক্ষায় পাসের  হার ৯০.৮৭%

রাজারহাট প্রতিনিধি :
আলিম পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার দুপুর ১:৩০ টায় প্রকাশিত হয়। রাজারহাট ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ৭ টি প্রতিষ্ঠানের ২৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ২২৯ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়। উপজেলায় গড় পাসের হার ৯০.৮৭%.
প্রতিষ্ঠান ভিত্ত্বিক ফলাফল নিম্নরুপ:
১. বাছড়া আজিজিয়া আলিম মাদ্রাসায় পাস
২৭ জন, ফেল ১ জন।
২. চান্দামারী ফাজিল মাদ্রাসায় পাস ২৩ জন, ফেল ১ জন।
৩. রাজমাল্লীহাট ফাজিল মাদ্রাসায় পাস ১৪ জন, ফেল ৪ জন।
৪. রাজারহাট ফাজিল মাদ্রাসায় পাস ৯৩ জন, ফেল ৬ জন।
৫. সুখদেব ফাজিল মাদ্রাসায় পাস ২৮ জন, ফেল ৩ জন।
৬. ডাংরারহাট আলিম মাদ্রাসায় পাস ২২ জন, ফেল ৪ জন। এবং
৭. রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া আলিম মাদ্রাসায় পাস ২২ জন, ফেল ৪ জন।
উল্লেখ্য গত ২/৪/২০১৮ ইং থেকে আলিম পরীক্ষা শুরু হয়েছিল। এই বছর উপজেলায় জিপিএ ফাইভ কোন পরীক্ষার্থী পায়নি। তারপরেও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও রাজারহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হক্কানী ফলাফলে সন্তুষ্ট প্রকাশ করে বলেন সারাদেশে জিপিএ ফাইভের সংখ্যা কম।