সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে বিশেষ ক্লাস কার্যক্রমের সূচনা

সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে বিশেষ ক্লাস কার্যক্রমের সূচনা

নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের পরীক্ষার্থীবৃন্দ যারা ২০১৯ সালে অনুষ্ঠিতব্য উঃ মাঃ সাঃ পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য বিশেষ ক্লাস কার্যক্রমের সূচনা হয়েছে।
শনিবার (১২ জানুয়ারী) অধ্যক্ষ আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম ও শিক্ষকবৃন্দের আগ্রহে ফরমপূরন পরবর্তী বিশেষ ক্লাস কার্যক্রমের সূচনাপর্বে শিক্ষার্থীদের প্রতি উদ্দীপনামূলক বক্তব্য দিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক- মোছাঃ সুলতানা পারভীন ।
এ সময় উপস্থিত ছিলেন, ডাঃএস এম আমিনুল ইসলাম সিভিল সার্জন,কুড়িগ্রাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ জিলুফা সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার মুহ: রাশেদুল হক প্রধান,চাকিপশার ইউপি চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ আহসান হাবিব নীলু ও কলেজের উপাধ্যক্ষ মোঃ সাইফুল মোস্তফা সহ কলেজের শিক্ষক ও ছাএছাএী।