কুড়িগ্রামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা

কুড়িগ্রামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা

হুমায়ুন কবির সূর্য্য:
কুড়িগ্রামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান’র সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গবা পান্ডে, সাধারণ সম্পাদক রবি রোস, অসীম কুমার, রামজীবন কুন্ড, সিনিয়র সাংবাদিক সফি খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমূখ। সভায় জেলার সকল উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, জেলায় এবারে ৪৮৮টি পূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। পূজা চলাকালে কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিক নজর রাখবে পুলিশ প্রশাসন। প্রতি মন্ডপে একজন পুলিশ সদস্যের নেতৃত্বে ৬জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে। এছাড়াও পূজা উদযাপন কমিটির নিজস্ব লোকজনও আইনশৃঙ্খলায় সহযোগিতা করবে বলে নেতৃবৃন্দ জানান।