‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’জয়ী হাবিবা আক্তার

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’জয়ী হাবিবা আক্তার

নিজস্ব প্রতিবেদক:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (২০১২-১৩) সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী হাবিবা আক্তার। তিনি বিজ্ঞান অনুষদ থেকে সবচেয়ে ভালো ফলের (সিজিপিএ ৩.৮৮) স্বীকৃতিস্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ পেয়েছেন।
হাবিবা আক্তার রাজারহাট উপজেলার সন্তান। তিনি মাধ্যমিক -রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়(২০০৯),উচ্চমাধ্যমিক – পুলিশ লাইন্স স্কুল ও কলেজ, রংপুর(২০১১),বিশ্ববিদ্যালয় -বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর(সেশন ২০১২-১৩)।বিভাগ- পরিসংখ্যান থেকে পাস করেন।
অর্জনঃ বিএসসি অনার্স (৩.৮৮ অব ৪.০০) প্রথম শ্রেণিতে ১ম স্থান,বিজ্ঞান অনুষদে ১ম স্থান,স্বীকৃতিঃ ইউজিসি কর্তৃক প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮,প্রভোস্ট’স এ্যাওয়ার্ড ২০১৯।এমএসসি তে (৩.৯৪ অব ৪.০০) ১ম শ্রেণিতে ১ম স্থান। এমএসসি থিসিসে গবেষণা কাজের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এনএসটি ফেলোশিপ ২০১৮ প্রাপ্ত।