কুড়িগ্রাম জেলা লকডাউন

কুড়িগ্রাম জেলা লকডাউন

নিউজ ডেস্ক:
করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় কুড়িগ্রাম জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘোষণা দেন।

বৃহস্পতিবার(২৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির এক আলোচনা সভার সিন্ধান্ত অনুযায়ী এ ঘোষনা দেওয়া হয়।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ বৃহস্পতিবার(২৩ এপ্রিল) বিকেল ৫টা থেকে কার্যকর হবে।

জেলায় এ পর্যন্ত রৌমারীতে ২জন,কুড়িগ্রাম সদরে ১জন ও ফুলবাড়ী উপজেলার ১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ বিষয়ে জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, লকডাউন চলাকালে কুড়িগ্রাম জেলা হতে অন্য কোনো জেলায় গমন করা যাবে না। জেলার অভ্যন্তরে আন্তঃ উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও এইরূপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সকল ধরণের গণ পরিবহন, জনসমাগম বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ, বিদ্যুৎ,গ্যাস,ফায়ার সার্ভিস, টেলিফোন,ইন্টারনেট,ব্যাংকিং,মোবাইল ব্যাংকিং,ঔষধ শিল্প সংশিষ্ট যানবাহন, কর্মী ইত্যাদি এবং সময়ে সময়ে ষোষিত অন্যান্য জরুরী পরিষেবা এর আওতার বাইরে থাকবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।