কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিসের বেকার কর্মীদের মানববন্ধন

কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিসের বেকার কর্মীদের মানববন্ধন

।। জেলা প্রতিনিধি ।।
কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিসের উপকারভোগী বেকারকর্মীদের স্থায়ী কর্মসংস্থানের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (নভেম্বর ১) দুপুরে কুড়িগ্রামে প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধনে জেলার ন্যাশন্যাল সার্ভিসের উপকারভোগী বেকার কর্মীরা অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন ন্যাশনাল সার্ভিস কল্যাণ সমিতি কুড়িগ্রামের সভাপতি অমল চন্দ্র সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য ইমান উদ্দিন আহমেদ, ন্যাশনাল সার্ভিসকর্মী সাইদুল ইসলাম, মাইদুল ইসলাম, মিজানুর রহমান, জেসমিন নাহার লাকীসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, দেশের দারিদ্রতম জেলার বেকারত্ব দুর করতে মাননীয় প্রধানমন্ত্রী ২০১০ সালে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করেন। এতে দুই বছরের পাইলট প্রকল্পে কুড়িগ্রাম জেলায় প্রায় ৩১ হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান হয়। কিন্তু দুই বছর পর ২০১২ সালে ন্যাশনাল সার্ভিস কর্মসূচী শেষ হওয়ার পর সকল ন্যাশন্যাল সার্ভিসকর্মী আবারো বেকার হয়ে অসহায় দিন যাপন করছে। এই বেকারকর্মীদের স্থায়ী কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানান তারা।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন ন্যাশনাল সার্ভিসকর্মীরা।