রাজারহাটে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং

রাজারহাটে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং

বিশেষ প্রতিনিধি:
ইনফো সরকার ৩ পর্যায় প্রকল্প ১০টি জেলায় ৩০০টি ইউনিয়নে দ্রুতগতিতে ইন্টারনেট সংযোগ ও ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন ৭নং নাজিমখান ইউনিয়ন পরিষদ চত্বরে দ্রুতগতির ইন্টারনেন্ট কানেকটিং’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার(৫আগষ্ট) সকাল ১০টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেন্ট কানেকটিং এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে সরাসরি যোগ দেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন।

এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে কনফারেন্সে কথা বলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস ছালাম মাষ্টার, নাজিমখান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান ও রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী নুজাত তাবাচ্ছুম ধ্রুব। ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামানসহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।‌‌‌‌