রাজারহাটে প্রাণির লাম্পি স্কিন ডিজিজ রোগ প্রতিরোধে সচেতনা মূলক সভা অনুষ্ঠিত

রাজারহাটে প্রাণির লাম্পি স্কিন ডিজিজ রোগ প্রতিরোধে সচেতনা মূলক সভা অনুষ্ঠিত

রাজারহাট প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে গবাদী প্রাণির লাম্পি স্কিন ডিজিজ রোগ প্রতিরোধ বিষয়ক সচেতনতা মূলক সভা মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণি সম্পদ অফিসের আয়োজনে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জোবায়দুল কবির এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল হাই।

বিশেষ অতিথির বক্তব্য দেন রাজারহাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আশিকুল ইসলাম সাবু, প্রেসক্লাব রাজারহাট সভাপতি সেকেন্দার আলী বাবলু প্রমূখ।

সভায় লাম্পি স্কিন ডিজিজ রোগ গবাদী প্রাণিকে আক্রমনের পূর্বেই গরুর বিভিন্ন পরিচর্যা ও নিরাময় সংক্রন্ত আলোচনা করা হয়।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের গাভী পালনকারী ও দুগ্ধ উৎপাদনকারী খামারী গণ উপস্থিত ছিলেন।