রাজারহাটে এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিবাহ প্রতিরোধ

রাজারহাটে এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিবাহ প্রতিরোধ

নিজস্ব সংবাদদাতা:

কুড়িগ্রামের রাজারহাটে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছেন লিপি আক্তার রুনা নামে এক এসএসসি পরীক্ষার্থী।

জানা গেছে, শুক্রবার(২০ ডিসেম্বর) রাতে উপজেলার রাজারহাট ইউনিয়নের ফুলবাড়ী উপেনচৌকি গ্রামের আব্দুর রহমানের কন্যা ও রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী লিপি আক্তার রুনা(১৫) এর বিয়ের বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ যোবায়ের হোসেন কনের বাড়িতে গিয়ে কনে ও তার পিতা-মাতাকে আটক করে এবং বাল্যবিবাহ যে অপরাধ এজন্য তাদের ভৎর্সনা করেন।

ততক্ষণ পর্যন্ত কাজী, বর ও বরপক্ষের লোকজন কনের বাড়ীতে আসেনি।

পরে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দিয়ে এ যাত্রায় ছেড়ে দেন।

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ যোবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করেন।